শিলিগুড়ি : হিন্দু-মুসলিম ভেদাভেদ করে রাজনীতি করছে বিজেপি-তৃণমূল! কটাক্ষ সিপিআইএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের। বৃহস্পতিবার শিলিগুড়ি দার্জিলিং জেলা সিপিআই(এম) কার্যালয় অনিল বিশ্বাস ভবনে এক সাংবাদিক বৈঠক করেন সিপিআইএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম।
এদিন এই সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন সিপিআইএম দার্জিলিং জেলা সম্পাদক সমন পাঠক সহ সিপিআইএম দার্জিলিং জেলার অন্নান্য কার্যকর্তারা। এদিন সাংবাদিক বৈঠকে মুর্শিদাবাদের প্রসঙ্গ তুলে সরব হন মহম্মদ সেলিম। তিনি বলেন, হিন্দু-মুসলিমের ভেদাভেদ করে রাজ্য ও কেন্দ্র সরকার অর্থাৎ বিজেপি ও তৃণমূল ধর্মের নামে রাজনীতি করছে।
যা গোটা বাংলা দেখছে, ভোট বাক্সে এর প্রভাব পড়বে। এছাড়াও চাকরি দুর্নীতি প্রসঙ্গ টেনেও রাজ্য সরকারকে কটাক্ষ করেন মোহাম্মদ সেলিম। তিনি বলেন, যারা চাকরি চুরি করছে তারাই আবার চাকরিপ্রার্থীদের পাশে থাকার আশ্বাস দিচ্ছে, তাই চাকরি প্রার্থীরা যাতে লড়াই চালিয়ে যায় সেই বার্তা দেন তিনি।
তবে সুপ্রিম কোর্টের রায় নিয়ে মুখ খুলতে চাননি মোহাম্মদ সেলিম। এছাড়াও উত্তরবঙ্গের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ব্রিগেডের সমাবেশে উত্তরবঙ্গ থেকে প্রচুর মানুষ নিজেদের সমস্যা তুলে ধরবে। যেখানে রাস্তাঘাট, জমি মাফিয়া, চা বাগান, দুর্নীতি সহ বেশ কিছু প্রসঙ্গ তুলে ধরা হবে সকলের কাছে।
Post a Comment