খড়িবাড়ি : তৃণমূলের প্রধানকে সরাল তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্যরা! এই ছবি ফুটে উঠল খড়িবাড়ির বিন্নাবাড়ি গ্রাম পঞ্চায়েতের। বিজেপির টিকিটে জয়ের পর তৃণমূলের যোগ দেওয়া প্রধানকে সরাতে অনাস্থা দিয়েছিল তৃণমূলের পঞ্চায়েত সদস্যরা! এদিন বিন্নাবাড়ি গ্রাম পঞ্চায়েতে তলবি সভা আস্থা ভোটে জয় পেল বিক্ষুব্ধরা।
১৩ আসন বিশিষ্ট বিন্নাবাড়ি গ্রাম পঞ্চায়েতে প্রথমে তৃণমূল ৯টি ও বিজেপি ৪টি আসন জয়লাভ করে! তপশিলী উপজাতির সংরক্ষিত প্রধান থাকায় প্রধান হন বিজেপির আলাকসু লাকড়া! সম্প্রতি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন ২ তপশিলী উপজাতির সংরক্ষিত পঞ্চায়েত সদস্য আলাকসু লাকড়া ও লক্ষ্মী হেমব্রম!
আলাকসুকে সরিয়ে লক্ষ্মীকে প্রধান করতে অনাস্থা প্রস্তাব জমা পড়ে বিডিওর দফতরে! অবশেষে খড়িবাড়ির বিন্নাবাড়ি অনাস্থা প্রস্তাব গৃহীত হল! প্রধান পদ থেকে সরানো হল আলাকসু লাকড়াকে! খড়িবাড়ির বিডিও জানান, অনাস্থা ভোট পাশ হয়েছে। আপাতত প্রধান না থাকায় উপপ্রধানকে চার্জ দেওয়া হবে।
আগামী দিনে প্রধান পদের জন্য জেলা কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এই অবস্থায় বিক্ষুব্ধদের কটাক্ষ আলাকসুর। পাল্টা আলাকসুর বিরুদ্ধে বিক্ষুব্ধরা।
এই ঘটনায় দলের মধ্যে কোনো গোষ্ঠীকোদল নেই, একে অপরের মধ্যে মতবিরোধ রয়েছে, দল বিষয়টি দেখছে, আগামী দিনে সিদ্ধান্ত নেবে তা পরিস্কার হবে মত খড়িবাড়ি ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি কিশোরী মোহন সিংহের।
Post a Comment