Breaking News

Breaking News
Loading...

 

সীমান্তে উন্নয়নের ছোঁয়া, স্থল বন্দর গড়ে উঠছে পানিট্যাঙ্কিতে!

খড়িবাড়ি :  ইন্দো-নেপাল সীমান্তে পানিট্যাঙ্কিতে স্থল বন্দরের জমি পরিদর্শন করলেন স্থল বন্দর অথরিটির চেয়ারম্যান জয়ন্ত সিং! 

এদিন দিল্লি থেকে বাগডোগরা বিমানবন্দরে নেমে সীমান্তে আসেন তিনি! 

খড়িবাড়ি ভূমি ও ভূমি রাজস্ব আধিকারিক দফতরকে নিয়ে জমি পরিদর্শন শেষ করে সীমান্তে এস‌এসবি, ভূমি দফতর ও শুল্ক দফতরের সঙ্গে আলোচনা করেন তিনি। 

স্থল বন্দর তৈরি হলে সীমান্ত বাণিজ্য আরো অগ্রগতি হবে, সমস্ত ডেটাবেস তুলে দেওয়া হয়েছে মত শুল্ক দফতরের আধিকারিকের।

Post a Comment

Previous Post Next Post