ফাঁসিদেওয়া : ফাঁসিদেওয়ার ভারত-বাংলাদেশ সীমান্তের বন্দরগছ এলাকায় টহলদারি করার সময় বাজ পড়ে মৃত্যু হল এক বিএসএফ জওয়ানের। ঘটনা ঘিরে শোকের ছায়া!
বন্দরগছ গ্রামের ২৩ নাম্বার গেটে রাতে টহলদারি করছিলেন বিএসএফ জওয়ান দীপক কুমার। রাতে বৃষ্টি ও টানা গর্জনে গেটের সামনে বাজ পড়লে লুটিয়ে পড়েন জওয়ান। পরে খবর পেয়ে ঘটনাস্থলের ছুটে যান অন্যান্য বিএসএফ জওয়ানরা।
পরে জওয়ানকে উদ্ধার করে ফাঁসিদেওয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে আসলে কর্মরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করে। ঘটনার তদন্তে নেমেছে ফাঁসিদেওয়া থানার পুলিশ।
মৃতদেহ ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। মৃত জওয়ান বিহারের বাসিন্দা।
Post a Comment