বাগডোগরা : নিকাশীনালার কাজে নিম্নমানের সামগ্রী! হাত দিলেই ভেঙে পড়ছে কংক্রিট! বাগডোগরার প্রমোদনগরে নিম্নমানের সামগ্রী দিয়ে নিকাশীনালা ও শ্ল্যাব নির্মান ঘিরে ক্ষোভ স্থানীয়দের! ঠিকাদারি এজেন্সির বিরুদ্ধে অভিযোগ!
আপার বাগডোগরা গ্রাম পঞ্চায়েতের তহবিল থেকে ৩লক্ষ ৪০ হাজার টাকায় ১৩০ মিটার নিকাশীনালা ও শ্ল্যাব নির্মান করা হয়। অভিযোগে কাজ শেষের ৪ দিন যেতে না যেতেই পা পড়ছে ভেঙে যাচ্ছে কংক্রিটের শ্ল্যাব!
যেখানে সেখানে বড় বড় গর্ত হয়ে বিপদ বাড়ছে! সাতসকালে শ্ল্যাব ভেঙে আহত হয়েছে এক শিশু! যদিও এই কাজে কাটমানী হয়েছে কটাক্ষ বিজেপি মন্ডল সভাপতির!
পাল্টা অভিযোগ পেয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন আপার বাগডোগরা তৃণমূল প্রধান সঞ্জীব সিনহা! ইঞ্জিনিয়ার পাঠিয়ে কাজের মান দেখে বিল ছাড়া হবে মত প্রধানের।
Post a Comment