Breaking News

Breaking News
Loading...

 

নকশালবাড়িতে জলসংকট, রাস্তার কাজেই ফেটে গেল পানীয় জলের স্বপ্ন!

নকশালবাড়ি : জলকষ্টে ভুগছে ৫০ পরিবার, নকশালবাড়ির মনিরাম গ্রাম পঞ্চায়েতের কেটুগাবুর জোতে জলকষ্ট। এমনিতেই প্রখর তাপ, তার ওপর কলে নেই জল। 

বিসিডাবলু দফতর থেকে এলাকায় হচ্ছে নতুন রাস্তার কাজ। আর সেই কাজ করতে গিয়ে ফেটেছে পানীয় জলের পাইপ। এতেই জলকষ্টে ভুগছেন ৫০ পরিবার। স্থানীয়দের অভিযোগ, এক মাস আগে জলের পাইপ ফাটলেও কোনো মেরামত করা হয়। 

একাধিকবার জনস্বাস্থ্য ও কারিগরি দফতরের কর্মীদের জানানো হলেও কাজ হয়নি। দ্রুত সমস্যা সমাধানের দাবি স্থানীয়দের। অন্যদিকে রাস্তার কাজের জন্য পাইপ ফেটেছে, গ্রাম পঞ্চায়েতে কেউ কোনো অভিযোগ জানায়নি। 

বিষয়টি রাস্তার কাজ দেখতে গিয়ে দেখেছি। জনস্বাস্থ্য ও কারিগরি দফতরের জানানো হয়েছে। দ্রুত সমাধান হবে মত মনিরাম গ্রাম পঞ্চায়েত প্রধান গৌতম ঘোষের।

Post a Comment

Previous Post Next Post