Breaking News

Breaking News
Loading...

 

বাংলাদেশী যুবককে আশ্রয় দেওয়ার অভিযোগে তোলপাড় কঙ্গরপুর, তদন্তে খড়িবাড়ি পুলিশ!

খড়িবাড়ি : এক বাংলাদেশী যুবককে আশ্রয় দেওয়ার অভিযোগ। খড়িবাড়ির কঙ্গরপুর জোত এলাকার চাঞ্চল্য। 

গতকাল মঙ্গলবার রাতে এলাকায় এক অপরিচিত যুবককে দেখে স্থানীয়রা যুবককে জিজ্ঞাসাবাদ করতেই বচসায়  পরিস্থিতি সৃষ্টি হয়। 

যুবককে  জিজ্ঞাসাবাদ করতেই সন্দেহ হয় স্থানীয়দের। অভিযোগ স্থানীয় এক বাসিন্দা তার বাড়িতে এই বাংলাদেশী যুবক আশ্রয় নিয়েছিল। 

স্থানীয়রা ব্যক্তির বাড়িতে গেলে সুযোগ বুঝে যুবক পালিয়ে যায়। ঘটনায় খড়িবাড়ি পুলিশকে খবর দিলে 

পুলিশ বাড়িতে আসার আগে পালিয়ে যায় যুবক। অন্যদিকে ঘটনার তদন্ত শুরু করছে খড়িবাড়ি থানার পুলিশ।

Post a Comment

Previous Post Next Post